ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: করোন ভাইরাস মোকাবেলায় করোনা পরিস্থিতিতে সারাদেশে গণ পরিবহন বন্ধ। কর্মহীন অবস্থায় অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা।
পরিবার পরিজন নিয়ে জীবন কাটাচ্ছেন কষ্টে। টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের কিছু নেত্রীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতায় ঘাটাইল শাখার উদ্যোগে ১শত ২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ঘাটাইল পৌরসভার শান্তিনগর সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গণে শ্রমিকদের মাঝে এ খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জজ কোটের পিপি এস আকবর খান, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদসহ টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন ঘাটাইল শাখার ত্রান বিতরণ কমিটির সদস্য আব্দুল রশিদ তালুকার, নাজমুল হোসেন আজমান,লিটন মিয়া,কামরুজ্জামান মিয়া,দেলোয়ার মিয়া,হেলাল,মিয়া মজনু মিয়া,রেজাউল করিম রতন,অতুল চন্দ্র সরকার প্রমুখ।