স্টাফরিপোর্টারঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় লেবুবুনিয়া গ্রামে বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. আল আমিন হাওলাদার রাব্বি (২৪) নামে সাবেক এক সেনা সদস্য। বুধবার (২৫ মার্চ) রাত ১১ টায় বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
নিহত মো. আল আমিন হাওলাদার রাব্বি মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের আবুল কালাম এর ছেলে। তিনি সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির ট্রেনিং এর পরে চাকরি ছেড়ে দিয়ে আসেন। এরপরে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, বেকারত্বের হতাশা থেকেই মৃত্যু হতে পারে। বুধবার রাত ৯ টায় সাবেক সেনা সদস্য আল আমিন হাওলাদারকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নিহতের ছোট ভাই ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠায়।