নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা পৌর এলাকার বাদে আঠারোবাড়ি সড়কের পাশ থেকে আব্দুস সাত্তার (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। শুক্রবার মধ্যরাতে কেন্দুয়া মদন সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে উদ্ধার করে করে আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দুল্লি গ্রামের মৃত মুর্তুজ আলীর ছেলে ভাড়াটে হোন্ডায় চড়ে কেন্দুয়া আসেন।
পরে রাত আনুমানিক ১২ টার দিকে সড়কে পড়ে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, তিনি একজন কৃষক।
যেখানে পড়েছিলেন সেখান থেকে চশমা টাকা পয়সা পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্নও নেই। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ।