আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে আজ শনিবার (১০ জানুয়ারি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা রাশেদ প্রধানের দুই আসনের মনোনয়নই বাতিল ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
শনিবার আপিল শুনানিতে রাশেদ প্রধানের মনোনয়ন পত্রে যে ত্রুটি ছিল তা সংশোধন করায় আপিলটি গ্রহণ করে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ উভয় আসনেই তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

স্টাফ রিপোর্টার: 



















