৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে। দেশটির দাভাও অক্সিডেন্টাল উপকূলের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
ফিভোলক্স জানায়, স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
শক্তিশালী ভূমিকম্প হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে দক্ষিণ ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সারাঙ্গানি প্রদেশের মালুঙ্গন ও কিয়াম্বা, দক্ষিণ কোটাবাটোর টুপি ও করোনাডাল শহর এবং সুলতান কুদারাতের পালিমবাং এলাকায় কম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।
ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশক ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফিলিপাইন ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত। টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ডেক্স: 




















