মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এঘটনায় কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

স্টাফ রিপোর্টার: 





















