ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ০৬:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৭ Time View

নওগাঁর ধামইরহাট উপজেলার থেকে ২৫ কেজি ওজনের প্রাচীন আমলের কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বেনিদুয়ার এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারা হলেন- উপজেলার জয়জয়পুর গ্রামের মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারা প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা একটি কষ্টিপাথরের মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়। যার উচ্চতা ২৪ দশমিক ৫ ইঞ্চি, পাদদেশের প্রস্থ ১৩ ইঞ্চি এবং ওজন ২৫ দশমিক ১ কেজি। এর আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর ধামইরহাট উপজেলার থেকে ২৫ কেজি ওজনের প্রাচীন আমলের কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বেনিদুয়ার এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারা হলেন- উপজেলার জয়জয়পুর গ্রামের মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারা প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তাদের হেফাজতে থাকা একটি কষ্টিপাথরের মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়। যার উচ্চতা ২৪ দশমিক ৫ ইঞ্চি, পাদদেশের প্রস্থ ১৩ ইঞ্চি এবং ওজন ২৫ দশমিক ১ কেজি। এর আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা করা হয়েছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471