নওগাঁর মহাদেবপুরে নকল, ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ কীটনাশক।
জানা গেছে, সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা সদরের সার পট্রিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় নকল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির মেসার্স মন্ডল ট্রেডার্স এর মালিক মো. নুরুল আমিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং দোকান থেকে রাখা কীটনাশক জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তমো. আরিফুজ্জামান। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জব্দকৃত কীটনাশকের মধ্যে রয়েছে—এমকিল-৩ জিআর: ২৫ কার্টুন,ডায়াজিনন-১০ জি: ২৫ কার্টুন,গ্রিনার-৮০ ডব্লিউডিজি: ৫০ কার্টুন,সেজল (১০০ মি.লি.): ১২ কার্টুন,সেজল (৫০০ মি.লি.): ৬ কার্টুন,নিটেক্স-৩ ডব্লিউজি: ১০ কার্টুন,পদ্মা ডান-৫জি (১ কেজি): ৫ প্যাকেটএ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কৃষকদের ক্ষতি করে এমন নকল ও ভেজাল কীটনাশক বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।