প্রায় ১০ লাখ বাসিন্দার আবাস্থল গাজার প্রধান শহর গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। নতুন একটি আক্রমণ শুরু করার আগে এ নির্দেশনা দেওয়া হলো। খবর রয়টার্স।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই বলেন, গাজা সিটি ও এর আশেপাশের সকল বাসিন্দাদের বলছি, আইডিএফ হামাসকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং গাজা সিটি এলাকায় দুর্দান্ত শক্তি নিয়ে অভিযান চালাবে, ঠিক যেমনটি তারা সমগ্র উপত্যকাজুড়ে করেছে।
বিবৃতিতে বলা হয়, আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে আল-মাওয়াসির মানবিক অঞ্চলের দিকে সরে যান।’এর আগে উত্তর গাজার বাসিন্দাদের পশ্চিম দিকে উপকূলে ভ্রমণের নির্দেশ দিয়ে বিমান থেকে একটি মানচিত্র সম্বলিত অসংখ্য লিফলেট ফেলা হয়।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা গত দুই দিনে গাজায় ৫০টি টাওয়ার বোমা মেরে ধ্বংস করেছি। এটা কেবল শুরু মাত্র। আমি গাজার বাসিন্দাদের বলছি: তোমাদের সতর্ক করা হয়েছে, এখনই সেখান থেকে বের হয়ে যাও।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে ইসরাইল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিতে শেষ আঘাত হানতে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে নেতানিয়াহু সরকার। এই পরিস্থিতিতে প্রায় ১০ লাখ বাসিন্দার গাজা সিটির ফিলিস্তিনিরা কয়েক সপ্তাহ ধরে একটি আক্রমণ চলতে পারে বলে আশঙ্কা করছে।