ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০১:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৯৩ Time View

গত কয়েদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা দল। এবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় শনিবার ভোরে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। প্রথমটি হবে অক্টোবর মাসের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে, যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ও শহর এখনও নির্ধারণ হয়নি)। দ্বিতীয়টি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে (প্রতিপক্ষ নির্ধারণ হয়নি)।’

এর আগে কিছু জটিলতায় গত মে মাসে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের ভারত সফর। তবে সব দূর করে তিন মাসের মধ্যেই ভারতে যাচ্ছে তারা। এর আগে ২০১১ সালে সবশেষ ভারত সফর করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারা ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল। আর্জেন্টিনা জাতীয় দলের পর ডিসেম্বরে তিন দিনের ব্যক্তিগত সফরে ভারতে আসার কথা রয়েছে মেসির।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল

আপডেট সময় ০১:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

গত কয়েদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা দল। এবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় শনিবার ভোরে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। প্রথমটি হবে অক্টোবর মাসের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে, যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ও শহর এখনও নির্ধারণ হয়নি)। দ্বিতীয়টি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে (প্রতিপক্ষ নির্ধারণ হয়নি)।’

এর আগে কিছু জটিলতায় গত মে মাসে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের ভারত সফর। তবে সব দূর করে তিন মাসের মধ্যেই ভারতে যাচ্ছে তারা। এর আগে ২০১১ সালে সবশেষ ভারত সফর করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারা ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল। আর্জেন্টিনা জাতীয় দলের পর ডিসেম্বরে তিন দিনের ব্যক্তিগত সফরে ভারতে আসার কথা রয়েছে মেসির।