ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠান। পরে চাঁনশিকারী বিওপির টহলদল তাদের বালাদেশের অভ্যন্তরে আটক করে।

জানা যায়, উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯৬/২-এস কাছাকাছি এলাকা দিয়ে ১৩ জনকে পুশইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের অধীনে কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাাবাদে জানা গেছে, তারা যশোর, টাংগাইল, কুমিল্লা, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ ও ঠাকুরগাওঁ জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং ভারতীয় পুলিশ কর্তৃক আটক বিভিন্ন সময় আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে পুলিশ তাদেরকে ভারতের ১১৯ ব্যাটালিয়নের বিএসএফ’র নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ সদস্যরা তাদের আজ ভোরে বালাদেশে পুশইন করে।

বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে চলতি বছর গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষন সীমান্ত দিয়ে ১৭ জন ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন এবং গত ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করল বিএসএফ

আপডেট সময় ০৬:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠান। পরে চাঁনশিকারী বিওপির টহলদল তাদের বালাদেশের অভ্যন্তরে আটক করে।

জানা যায়, উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯৬/২-এস কাছাকাছি এলাকা দিয়ে ১৩ জনকে পুশইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের অধীনে কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাাবাদে জানা গেছে, তারা যশোর, টাংগাইল, কুমিল্লা, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ ও ঠাকুরগাওঁ জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং ভারতীয় পুলিশ কর্তৃক আটক বিভিন্ন সময় আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে পুলিশ তাদেরকে ভারতের ১১৯ ব্যাটালিয়নের বিএসএফ’র নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ সদস্যরা তাদের আজ ভোরে বালাদেশে পুশইন করে।

বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে চলতি বছর গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষন সীমান্ত দিয়ে ১৭ জন ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন এবং গত ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।