ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ১০ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

বগুড়া হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ একাধিক মামলার আসামি জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো: শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানার মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের একটি যৌথ দল।

গ্রেফতার শাকিল মাহমুদ বগুড়ার শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানীর ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী।

পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সরকারি কাজে বাধা দেয়াসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বগুড়ায় ১০ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

বগুড়া হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ একাধিক মামলার আসামি জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো: শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানার মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের একটি যৌথ দল।

গ্রেফতার শাকিল মাহমুদ বগুড়ার শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানীর ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী।

পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সরকারি কাজে বাধা দেয়াসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।