দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তনে দর্শক ও অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে।
সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে আয়োজিত সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তারই ঝলক দেখা গেল। অনুষ্ঠানে একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন দেব ও শুভশ্রী, যেখানে হাসি-ঠাট্টা ও খুনসুটিতে জমে ওঠে পুরো মঞ্চ।
আবেগপ্রবণ দেব: অনুষ্ঠানে ‘ধূমকেতু’ নিয়ে কথা বলতে গিয়ে দেব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে, আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন।” তিনি যোগ করেন, “আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসি।” এই কথা বলে তিনি দর্শকদের ধন্যবাদ জানান।