ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল সোয়া ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, নানা ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এ ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে।

এর আগেই রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘৩৬ জুলাই’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৫টায় পাঠ করা হবে বহু প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘৩৬ জুলাই—গত বছর এই দিনে দেশের ইতিহাসে এক অনন্য গণ-অভ্যুত্থান ঘটেছিল, যা ফ্যাসিস্ট সরকারের পতনের পথ সুগম করে। বহু শহীদের রক্ত ও সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করে। এক বছর পর আবার ফিরে এসেছে সেই অবিস্মরণীয় দিন—৩৬ জুলাই। এবারের দিনটি স্মরণীয় করে রাখতে জাতিকে উপহার দেওয়া হবে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র।’

পোস্টে আরও জানানো হয়, পুরো অনুষ্ঠানটি হবে দিনব্যাপী। সকাল ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠানসূচি। বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠের পর রাত ৮টায় থাকছে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল-এর পরিবেশনা।

এই অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

জুলাই ঘোষণাপত্রটি চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের মতামত গ্রহণ করেছে বলে জানা গেছে। বিশেষ করে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ

আপডেট সময় ০৬:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল সোয়া ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। সোমবার (৪ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, নানা ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এ ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে।

এর আগেই রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘৩৬ জুলাই’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৫টায় পাঠ করা হবে বহু প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘৩৬ জুলাই—গত বছর এই দিনে দেশের ইতিহাসে এক অনন্য গণ-অভ্যুত্থান ঘটেছিল, যা ফ্যাসিস্ট সরকারের পতনের পথ সুগম করে। বহু শহীদের রক্ত ও সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করে। এক বছর পর আবার ফিরে এসেছে সেই অবিস্মরণীয় দিন—৩৬ জুলাই। এবারের দিনটি স্মরণীয় করে রাখতে জাতিকে উপহার দেওয়া হবে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র।’

পোস্টে আরও জানানো হয়, পুরো অনুষ্ঠানটি হবে দিনব্যাপী। সকাল ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠানসূচি। বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠের পর রাত ৮টায় থাকছে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল-এর পরিবেশনা।

এই অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

জুলাই ঘোষণাপত্রটি চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের মতামত গ্রহণ করেছে বলে জানা গেছে। বিশেষ করে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।