নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নূরুল্যাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সাফিউল ইসলাম রকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাকিল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, সদস্য মোঃ আরিফুল ইসলাম আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন মৃধা বলেন, “আমরা চাই এসব বিশেষ শিশুরা প্রকৃতির কাছাকাছি থাকুক। চারা বিতরণের মাধ্যমে তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও যত্নশীলতা তৈরি হবে।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন