রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন।
বুধবার (২৩ জুলাই) সকাল থেকে মূল ফটক বন্ধ করে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল ৯টার দিকে কলেজের গেটের সামনে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ উৎসুক জনতা। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছেন। তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, সকাল থেকে কোনো গণমাধ্যম বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন কলেজ কর্তৃপক্ষের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছু তদারকি করছে পুলিশ।
মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদার বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।