রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মোরশেদ আলম তানিম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। বুধবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবস্থায় তিনি মারা যান।
লক্ষ্মীপুর রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে তানিম। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। থাকত পুরান ঢাকা বংশাল নুর বক্স লেনে নানির বাসায়। তার বাবা-মা থাকে নাজিমউদ্দিন রোডের সুক্কু মিয়ার গলিতে। পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে তিনি এবার মাধ্যমিক পরিক্ষা দিয়েছেন।
তানিমের বাবা তারেক ফিরোজ আলম জানান, ছিনতাইয়ের ঘটনার ৩০ ঘণ্টারও বেশি সময় পর আজ ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বংশালের নূর বক্স লেনের বাসিন্দা তারেক জানান, সোমবার রাত মাড়ে ১১টার দিকে তার ছেলে বাড়ি ফেরার সময় নাজিম উদ্দিন রোডের মাকুর শাহ মাজারের কাছে দুই ছিনতাইকারীর কবলে পরে।
তিনি বলেন, ‘ছিনতাইকারীরা তানিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তানিম বাধা দিলে তারা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
পথচারীরা গুরুতর আহত অবস্থায় তানিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করে।
তারেক বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর তানিমকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু গতকাল বিকেলে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ছেলেটা মারা গেল।’
চকবাজার থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর (এসআই) রাজু আহমেদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’