আগামী শনিবার (২৮ জুন) সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে জনজোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
তিনি বলেন, মহাসমাবেশ ঘিরে ইতোমধ্যেই মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসার জন্য যানবাহন ঠিক করে ফেলেছেন। পিআর পদ্ধতির পক্ষে থাকা জামায়াতে ইসলামীসহ দেশের সব ইসলামী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ‘আসন্ন ২৮ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশের প্রস্তুতি পর্যালোচনা’ করে তিনি এসব কথা বলেন।
মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন।
ইউনুস আহমদ বলেন, ২৪-এর জুলাই অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষাই ছিল দেশকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করা। দেশের আইনি ও রাজনৈতিক কাঠামো এমনভাবে সংস্কার ও নির্মাণ করা যাতে আর কেউ স্বৈরাচার না হতে পারে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সংস্কার নিয়ে অনেক কাজ হলেও স্বৈরতন্ত্রকে প্রতিরোধকারী আইনি কাঠামো নির্মাণে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায় নাই। দেশের ইতিহাস-ঐতিহ্য ও স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচগুলোকে প্রতিষ্ঠা করা যায় নাই। এমতাবস্থায় আগামী ২৮ জুন ঢাকায় সাধারণ জনগণ উপস্থিত হয়ে সংস্কারের দাবিতে আরেকটি গণজোয়ার প্রদর্শন করবে, ইনশাআল্লাহ।