অনলাইন পত্রিকা জাগো নিউজ২৪ ডট কম সহ গণমাধ্যমে প্রকাশিত “যুবলীগ নেতার স্ত্রীর ফ্ল্যাট দখলে নিয়ে আ’লীগ নেতাকে পুনর্বাসনে ব্যস্ত নওগাঁর এনসিপি সংগঠক পরাগ” এ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর এনসিপি সংগঠক ইমরুল আখিয়ার পরাগ।
সোমবার দুপুরে শহরের তুলশিগঙ্গা পূর্বপাড়ে গ্যার্ডেন সেন্টার হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে ইমরুল আখিয়ার পরাগ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, অনলাইন পত্রিকা জাগো নিউজ২৪ ডট কম সহ গণমাধ্যমে প্রকাশিত যুবলীগ নেতার স্ত্রীর ফ্ল্যাট দখলে নিয়ে আ’লীগ নেতাকে পুনর্বাসনে ব্যস্ত নওগাঁর এনসিপি সংগঠক পরাগ ওই প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন সংবাদটি আমার দৃষ্টিগোচর হয় সংবাদটি বানোয়াট উদ্দেশ্যমূলক আমার চরিত্র হনন করা হয়েছে। ভূয়া সংবাদ প্রকাশ করে যা আমার রাজনৈতিক ভাবমূর্তি ও ব্যক্তিগত চরিত্র হননের উদ্দ্যেশে করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র সমন্বয়কদের পাশে থেকে সহযোগিতা ও উদসাহিত করা গণহত্যা দায়ে শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামীলীগের রাজনীতি দলীয় ভাবে নিষিদ্ধের বাদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কর্মসূচি নওগাঁ জেলাতে সংগঠক হিসেবে পালন করি ও বজ্রকণ্ঠে প্রতিবাদ জানাই।
যা আওয়ামী দোষরদের চূড়ান্ত প্রতিহিংসার কারণ হয়ে যায়। সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে দেশের জনগণের কাছে ভাবমূর্তি বির্তককীত ও কলঙ্কিত করতে চায়। এটা তাদের ফ্যাসিবাদী দোষরদের প্রতিশোধ গ্রহণের প্রথম ধাপ মাত্র। আমি আশংকা করি পরবর্তীতে গুপ্ত হামলা ও হত্যা করার মত পরিকল্পনা তার করে আছে। এই মিথ্যা বানোয়াট সংবাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমার পক্ষ থেকে এ্যাডভোকেটের মাধ্যমে লিগাল নোটিশ প্রেরণের পদক্ষেপ গ্রহণ করেছি।