ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮), একরামুল হকের ছেলে মোশারফ হোসেন এবং মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্বজনরা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা।”

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান,নিহত তিনজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮), একরামুল হকের ছেলে মোশারফ হোসেন এবং মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্বজনরা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা।”

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান,নিহত তিনজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।