যশোরের ঝিকরগাছা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ মে) রাত ১১টার দিকে পারবাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকি গ্রেপ্তাররা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন ও বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে থানার আশাপাশে অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।