ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় আক্রমণাত্মক অভিযান ধীরে ধীরে সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান সোমবার এ কথা জানিয়েছে।
ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির রবিবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজা অভিযান সম্প্রসারণের লক্ষ্যে রিজার্ভ বাহিনীর কয়েক হাজার সেনাকে ডেকেছে।
ইয়েমেন থেকে ছোড়া হুথির একটি ক্ষেপণাস্ত্রের অংশ ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে পড়ার কয়েক ঘন্টা পরে, নেতানিয়াহু বলেছেন যে তিনি গাজায় যুদ্ধের পরবর্তী পর্যায়ে আলোচনা করার জন্য নিরাপত্তা মন্ত্রিসভা আহ্বান করছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, আমরা আমাদের জনগণকে (জিম্মিদের) ফিরিয়ে দেওয়ার এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে চাপ বৃদ্ধি করছি।
বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরায়েল।
গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।