ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলায় একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকালে চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—উপজেলার পূর্ব কর্নকাঠী গ্রামের রাহাত হাওলাদার (২৯) এবং তার স্ত্রী লামিয়া আক্তার (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইজিবাইক চালক স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদারের ঘরের দরজা সকাল ৮টার দিকে বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। এতে সন্দেহ হলে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, রাহাত ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন এবং তার স্ত্রী লামিয়ার মরদেহ খাটের ওপর পড়ে আছে। পরে তারা প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেন।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ দুটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

বরিশালে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বরিশাল সদর উপজেলায় একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকালে চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—উপজেলার পূর্ব কর্নকাঠী গ্রামের রাহাত হাওলাদার (২৯) এবং তার স্ত্রী লামিয়া আক্তার (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইজিবাইক চালক স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদারের ঘরের দরজা সকাল ৮টার দিকে বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। এতে সন্দেহ হলে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, রাহাত ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন এবং তার স্ত্রী লামিয়ার মরদেহ খাটের ওপর পড়ে আছে। পরে তারা প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেন।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ দুটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।