মঙ্গলবার সকালে তামিমের খোঁজ নিতে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর। জানান, আগের চেয়ে অনেক ভালো আছেন তামিম এবং তিন মাস পর খেলায় ফিরতে পারবেন।
আবু জাফর বলেন, ‘তামিম ইকবাল তিনমাস পর্যবেক্ষণে থাকবেন। তার শারীরিক অবস্থা কী, তার অবস্থার অবনতি হচ্ছে নাকি উন্নতি হচ্ছে, এগুলোর বিষয়ে বিবেচনা করে নিশ্চয় একটা মেডিকেল বোর্ড বসবে। বোর্ড তাকে অনুমতি দেবে যে, হ্যাঁ, আপনি খেলতে পারবেন।’
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজির অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী এসময় বলেন, ‘তিন মাসের মধ্যে তার শরীর স্ট্যান্ডটাকে নিজের করে নেবে। তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দেবে সেখানে। পথ খুলে দেয়া মানে চিকিৎসা শেষ নয়। এটা হওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি রোগীদের বলি, সৌন্দর্য তৈরি করে দিলাম, সেগুলো ধরে রাখার দায়িত্ব আপনাদের। তামিমকে বলেছি আমলনামা আমার হাতে, আমি উপদেশ দিয়ে খালাস। আপনাকে সেটা মানতে হবে। জোর করে কিছু করতে পারব না। এটা বোনাস টাইম।’
মঙ্গলবার সকালে তামিমের চিকিৎসার খোঁজ নিতে সাভারে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। তামিমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পর তিনি সংবাদ সম্মেলনে বলেন, তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত।