ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও নাগরিক কমিটির মধ্যে সংঘর্ষ, আহত ৫

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ (২৩), শাহনেওয়াজ অভি (২৬) ও মো. মুঈন উদ্দিন (২৭) এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) ও তার ভাই সানজিদের (১৯) মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত নেতারা হলেন মো. ইমরান শেখ, শাহনেওয়াজ অভি, মো. মুঈন উদ্দিন, মুসাব্বির মাহমুদ সানি ও সানজিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানি তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার সময় প্রতিপক্ষের নেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর পাঁচ-সাতজনের একটি সশস্ত্র দল লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলার ঘটনা সংগঠিত হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, “আহতদের মধ্যে সানির আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্টের মাধ্যমে তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। “পুলিশ সূত্রে জানা যায়, “হামলার ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের ফলস্বরূপ। ”

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, “এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। “এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজনরা এ ধরনের সহিংসতার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও নাগরিক কমিটির মধ্যে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ১২:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ (২৩), শাহনেওয়াজ অভি (২৬) ও মো. মুঈন উদ্দিন (২৭) এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) ও তার ভাই সানজিদের (১৯) মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত নেতারা হলেন মো. ইমরান শেখ, শাহনেওয়াজ অভি, মো. মুঈন উদ্দিন, মুসাব্বির মাহমুদ সানি ও সানজিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানি তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার সময় প্রতিপক্ষের নেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর পাঁচ-সাতজনের একটি সশস্ত্র দল লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলার ঘটনা সংগঠিত হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, “আহতদের মধ্যে সানির আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্টের মাধ্যমে তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। “পুলিশ সূত্রে জানা যায়, “হামলার ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের ফলস্বরূপ। ”

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, “এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। “এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজনরা এ ধরনের সহিংসতার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।