ভিশন নিউজ টুডের সিনিয়র রিপোর্টার হাসান শাহরিয়ার পল্লব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ।
বুধবার দুপুরে তিনি নজিপুর থেকে নওগাঁ শহরের অসার পথে দুর্ঘটনায় পড়েন। একটি সিএনজিতে করে তিনি নওগাঁ শহরে আসছিলেন, এসময় নওহাটা মোড়ে বিপরিত মুখী একটি মাইক্রো সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির চালক, ভিশন নিউজ টুডের সিনিয়র রিপোর্টার হাসান শাহরিয়ার পল্লব সহ আরও কয়েকজন গুরুতর আহত হোন।
এ সময় নওহাটা ফাঁড়ি পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পরে খবর পেয়ে ভিশন নিউজ টুডের সম্পাদক সাংবাদিক এম আর রকি সহ তার স্বজনা ছুটে যান সেখানে। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি বর্তমানে তার নিজ বাড়ী পত্নীতলায় রয়েছেন। দুর্ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হন পল্লব। তবে চিকিৎসকরা জানিয়েছে তিনি শংকা মুক্ত। এ ঘটনায় তিনি সকলের দোয়া কামনা করেছেন।
এ ঘটনায় সিএনজি চালকের হাতের কবজি ভেঙে গেছে।