ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ সেই সুবা নওগাঁ থেকে উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ হওয়া কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে উদ্ধার করে।

পুলিশ বলছে, সুবা এক তরুণের সঙ্গে রাজধানী ছেড়ে নওগাঁ এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি এসএম জাকারিয়া।

তিনি বলেন, তাকে (সুবা) উদ্ধার করা হয়েছে। সেই মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের মোবাইল নম্বর শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, সুবার সর্বশেষ অবস্থান ছিল নওগাঁ জেলায়। সেখানে এক ছেলের সঙ্গে চলে গিয়েছিল। মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, সে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে।

এর আগে এই ঘটনায় সুবার বাবা ইমরান রাজীব একটি সাধারণ ডায়েরি করেন। তার ডায়েরির পর সেই এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তাতে দেখা যায়, সেখানে এক ছেলের সাথে কথা বলছে সুবা।বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চার দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার বাবা-মা।

এদিকে, সুবার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ইমরান রাজিব। সোমবার সন্ধ্যায় আদাবর থানায় তিনি জিডি করেন।

ট্যাগস

মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ সেই সুবা নওগাঁ থেকে উদ্ধার

আপডেট সময় ০৬:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ হওয়া কিশোরী আরাবি ইসলাম সুবাকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আদাবর থানা ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তাকে উদ্ধার করে।

পুলিশ বলছে, সুবা এক তরুণের সঙ্গে রাজধানী ছেড়ে নওগাঁ এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি এসএম জাকারিয়া।

তিনি বলেন, তাকে (সুবা) উদ্ধার করা হয়েছে। সেই মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের মোবাইল নম্বর শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, সুবার সর্বশেষ অবস্থান ছিল নওগাঁ জেলায়। সেখানে এক ছেলের সঙ্গে চলে গিয়েছিল। মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, সে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে।

এর আগে এই ঘটনায় সুবার বাবা ইমরান রাজীব একটি সাধারণ ডায়েরি করেন। তার ডায়েরির পর সেই এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তাতে দেখা যায়, সেখানে এক ছেলের সাথে কথা বলছে সুবা।বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চার দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার বাবা-মা।

এদিকে, সুবার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা ইমরান রাজিব। সোমবার সন্ধ্যায় আদাবর থানায় তিনি জিডি করেন।