গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচিত এক নারী ও এক পুত্র শিশুর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়য় লোকজন উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা এলাকায় একটি পুকুরে দুটি লাশ ভাসতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে এক নারী ও এক পুত্র শিশুর লাশ উদ্ধার করে। তারা সম্পর্কে মা ও ছেলে বলে এলাকাবাসী ধারণা করছে। ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুকুর থেকে অর্ধবয়সী এক নারী ও ২/৩ বছর বয়সী এক পুত্র শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্দে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তাদের নিহত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে। তবে এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি, অনুসন্ধান চলছে।