ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিশুকে মাটিতে পুঁতে মুক্তিপণ আদায়, দুই রোহিঙ্গা যুবক আটক

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৬১৯ Time View

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছরের এক শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে মুক্তিপণ আদায়ের ঘটনায় সম্পৃক্ত দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও এপিবিএন।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নুর ইসলাম (২১) ও সালাম (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার পর শিশু আরকানকে ছোলা-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। অপহরণের পর শিশু আরকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির বাবা আব্দুর রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় তার বাবার কাছে। পরে পুলিশের তৎপরতায় ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়। এর তিনদিনের মাথায় নুর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে উখিয়াস্থ ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি বলেন, শিশু আরকানকে অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারটি ভীত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়েই মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করলেও অপহরণকারীদের নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা সারাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ এপিবিএন ব্যাটালিয়ন তৎপর হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং অপরাধীদের শনাক্ত প্রক্রিয়া চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় সোমবার ৮ ও ১৪ এপিবিএন, ক্যাম্প পুলিশ ও উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অপহরণে সরাসরি জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা নুর ইসলাম ও সালাম। গ্রেপ্তারের পর শিশু আরকান (৬) অভিযুক্ত দুই আসামিকে শনাক্ত করে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

শিশুকে মাটিতে পুঁতে মুক্তিপণ আদায়, দুই রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছরের এক শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে মুক্তিপণ আদায়ের ঘটনায় সম্পৃক্ত দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও এপিবিএন।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক থেকে নুর ইসলাম (২১) ও সালাম (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার পর শিশু আরকানকে ছোলা-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। অপহরণের পর শিশু আরকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির বাবা আব্দুর রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় তার বাবার কাছে। পরে পুলিশের তৎপরতায় ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়। এর তিনদিনের মাথায় নুর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে উখিয়াস্থ ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি বলেন, শিশু আরকানকে অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারটি ভীত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়েই মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করলেও অপহরণকারীদের নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা সারাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ এপিবিএন ব্যাটালিয়ন তৎপর হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং অপরাধীদের শনাক্ত প্রক্রিয়া চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় সোমবার ৮ ও ১৪ এপিবিএন, ক্যাম্প পুলিশ ও উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অপহরণে সরাসরি জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা নুর ইসলাম ও সালাম। গ্রেপ্তারের পর শিশু আরকান (৬) অভিযুক্ত দুই আসামিকে শনাক্ত করে।