ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৩০ বছরের সংসার ভাঙল গার্দিওলার

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৬০০ Time View

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে কেটেছে গত বছরটা। একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়েছে সিটি। মৌসুমে অর্ধেক শেষের আগেই লিগ শিরোপা ধরে রাখার পথ হারিয়েছে প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন দলটি।

নতুন বছরে দল জয়ে ফিরলেও গার্দিওলার দুঃসময় কাটেনি। এবার ব্যক্তিগত জীবনে ধাক্কা খেলেন স্পেনিয়ার্ড কোচ।দুঃসংবাদ পেপের সংসারে। ৩০ বছর একসঙ্গে থাকার পর আলাদা থাকতে শুরু করেছেন গার্দিওলা ও ক্রিস্টিনা সেরা। গত ডিসেম্বরে সম্পর্কের ইতি টেনেছেন তারা। যা ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে।

দুজনে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও খবর হচ্ছে। তিন সন্তানকে নিয়ে গত বড়দিনও একসঙ্গে কাটিয়েছেন তারা।

পেপ ও ক্রিস্টিনাকে নিয়ে এক ব্রাজিলীয় সাংবাদিক ও লেখক জানিয়েছেন, তারা দম্পতি হিসেবে থাকলেও একই শহরে থাকেননি। যেখানে গতবছরের ডিসেম্বরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।২০১৪ সালে ক্রিস্টিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গার্দিওলা। তবে একসঙ্গে থাকা শুরু করেন ১৯৯৪ সাল থেকে। তাদের সংসারে এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে।

ট্যাগস

৩০ বছরের সংসার ভাঙল গার্দিওলার

আপডেট সময় ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে কেটেছে গত বছরটা। একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়েছে সিটি। মৌসুমে অর্ধেক শেষের আগেই লিগ শিরোপা ধরে রাখার পথ হারিয়েছে প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন দলটি।

নতুন বছরে দল জয়ে ফিরলেও গার্দিওলার দুঃসময় কাটেনি। এবার ব্যক্তিগত জীবনে ধাক্কা খেলেন স্পেনিয়ার্ড কোচ।দুঃসংবাদ পেপের সংসারে। ৩০ বছর একসঙ্গে থাকার পর আলাদা থাকতে শুরু করেছেন গার্দিওলা ও ক্রিস্টিনা সেরা। গত ডিসেম্বরে সম্পর্কের ইতি টেনেছেন তারা। যা ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে।

দুজনে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও খবর হচ্ছে। তিন সন্তানকে নিয়ে গত বড়দিনও একসঙ্গে কাটিয়েছেন তারা।

পেপ ও ক্রিস্টিনাকে নিয়ে এক ব্রাজিলীয় সাংবাদিক ও লেখক জানিয়েছেন, তারা দম্পতি হিসেবে থাকলেও একই শহরে থাকেননি। যেখানে গতবছরের ডিসেম্বরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।২০১৪ সালে ক্রিস্টিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গার্দিওলা। তবে একসঙ্গে থাকা শুরু করেন ১৯৯৪ সাল থেকে। তাদের সংসারে এক ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে।