ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৫৯৪ Time View

 অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হল। দলে নেই শাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাদ পড়েছেন লিটন দাসও।

সম্প্রতি রানের মধ্যে নেই লিটন দাস। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শেষ পঞ্চাশ তাঁর ব্যাটে। ব্যাটে রান নেই, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটনের।

তামিম ইকবালকে দলে নিতে চেয়েছিলেন নির্বাচকরা। তিনি দিনদুয়েক আগেই অবসর ঘোষণা করেন। শাকিবকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবেই নিতে হত। কারণ যতক্ষণ তিনি নিজের বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণ করতে পারছেন, ততক্ষণ তিনি বল করতে পারবেন না। সেই কারণে শাকিবকে দলে রাখা হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াবে ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেল অনুসৃত হবে এই টুর্নামেন্টে। পাকিস্তান ও দুবাইয়ে হবে খেলা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। টাইগারদের প্রতিপক্ষ ভারত। খেলা হবে দুবাইয়ে। বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের সামনে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘোষিত বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াধ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

ট্যাগস

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা

আপডেট সময় ০২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হল। দলে নেই শাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাদ পড়েছেন লিটন দাসও।

সম্প্রতি রানের মধ্যে নেই লিটন দাস। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শেষ পঞ্চাশ তাঁর ব্যাটে। ব্যাটে রান নেই, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটনের।

তামিম ইকবালকে দলে নিতে চেয়েছিলেন নির্বাচকরা। তিনি দিনদুয়েক আগেই অবসর ঘোষণা করেন। শাকিবকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবেই নিতে হত। কারণ যতক্ষণ তিনি নিজের বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণ করতে পারছেন, ততক্ষণ তিনি বল করতে পারবেন না। সেই কারণে শাকিবকে দলে রাখা হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়াবে ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেল অনুসৃত হবে এই টুর্নামেন্টে। পাকিস্তান ও দুবাইয়ে হবে খেলা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। টাইগারদের প্রতিপক্ষ ভারত। খেলা হবে দুবাইয়ে। বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের সামনে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘোষিত বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াধ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।