ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা Logo সেন্টমার্টিনে বন্ধ হচ্ছে প্লাস্টিক বোতল, বিকল্প উপায়ে খাবার পানি সরবরাহ করবে সরকার Logo ত্রিশালে বাপ্পি-শাকিলা ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখতে রাজবাড়ীতে প্রধান উপদেষ্টা Logo দ্বিতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী Logo ভারতকে উড়িয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজ জয় অস্ট্রেলিয়ার Logo টঙ্গী ইজতেমার হত্যা মামলায় আরেক সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার Logo আমরা কোনো চক্রান্তের কাছে মাথানত করবো না: মির্জা ফখরুল Logo তারেক রহমানের চার মামলা বাতিলের রায় আপিলেও বহাল Logo বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ভারত!

’বিপিএলে বিশ্বরেকর্ড” ১ বলে ১৫ রান, ১২ বলে ওভার

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৬০৬ Time View

চলতি বাংলাদেশ প্রিমিয়িার লিগ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স আর চট্টগ্রাম কিংস। যেখানে টস হেরে প্রথমে ব্যাটিং করেছে খুলনা।খুলনা টাইগার্সের দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করছে চিটাগাং কিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাংয়ের দরকার ছিল দারুণ শুরু।

আর সেই শুরু এনে দিয়েছেন খুলনার বোলার ওশান থমাস। একের পর এক নো আর ওয়াইডে এক বলে দিয়েছেন ১৫ রান।ইনিংসের প্রথম বলে নাইম শেখ আউট হলেও সে যাত্রায় বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৫ রান। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখল বিপিএল।

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের এই ওপেনার। অবশ্য সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। তবে সেটায় ক্যাচ লুফে নেন তিনি।

সেটা ছিল নো-বল। ফ্রিহিটের পরের বলে ছিল ডট। সেটা ছিল লিগ্যাল ডেলিভারি। এরপরেই আসে ওশান থমাসের লিগ্যাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম। নো বলে ৬ রান হজম করেছেন। এরপর দুই ওয়াইড বল। পরের নো বলে হজম করেছেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান।

শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন। সেটায় ছিল ডট। তারপর ফের একটা নো-বল। সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম। দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারেই। ফ্রি-হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

ট্যাগস

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

’বিপিএলে বিশ্বরেকর্ড” ১ বলে ১৫ রান, ১২ বলে ওভার

আপডেট সময় ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

চলতি বাংলাদেশ প্রিমিয়িার লিগ বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স আর চট্টগ্রাম কিংস। যেখানে টস হেরে প্রথমে ব্যাটিং করেছে খুলনা।খুলনা টাইগার্সের দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করছে চিটাগাং কিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাংয়ের দরকার ছিল দারুণ শুরু।

আর সেই শুরু এনে দিয়েছেন খুলনার বোলার ওশান থমাস। একের পর এক নো আর ওয়াইডে এক বলে দিয়েছেন ১৫ রান।ইনিংসের প্রথম বলে নাইম শেখ আউট হলেও সে যাত্রায় বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৫ রান। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখল বিপিএল।

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের এই ওপেনার। অবশ্য সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। তবে সেটায় ক্যাচ লুফে নেন তিনি।

সেটা ছিল নো-বল। ফ্রিহিটের পরের বলে ছিল ডট। সেটা ছিল লিগ্যাল ডেলিভারি। এরপরেই আসে ওশান থমাসের লিগ্যাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম। নো বলে ৬ রান হজম করেছেন। এরপর দুই ওয়াইড বল। পরের নো বলে হজম করেছেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান।

শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন। সেটায় ছিল ডট। তারপর ফের একটা নো-বল। সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম। দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারেই। ফ্রি-হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।