সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করা ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে তারা ভারত অনুপ্রবেশ করেছেন বা বিএসএফ কীভাবে তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি এখনো সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তাদের নাম-পরিচয় ও ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।
যদিও আটককৃত ব্যক্তিরা সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায়। তবে তাদের থানায় রাখা হয়েছে না কী কারাগারে প্রেরণ করা হয়েছে সে বিষয়টি সোমবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।গতকাল সোমবার রাত ১২টায় স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে তাঁদের নাম বা ঠিকানা পাওয়া যায়নি।’
এ ব্যাপারে সোমবার দিবাগত রাত ১২টায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের (সিলেট) অধিনায়ক লেফটেন্যান্ট মো. হাফিজুর রহমান বলেন, ‘গোয়েন্দা সূত্র ও সোর্সের মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কারও স্বজন নিখোঁজের ব্যাপারে কোনো ভিকটিমের পরিবার থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরাও বিএসএফ-র কাছে কিছু জানতে চাইনি। কেউ লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করলে আমরা নিয়মানুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।’