গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের এক নেত্রীকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা করছেন নিটিজেনরা।খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা পলাশবাড়ী উপজেলা কমিটির অনুমোদন দেন।
৫১ সদস্যের কমিটিতে অরজিনা পারভীন চাঁদনীকে মহিলা দলের সভাপতি করা হয়।তিনি বর্তমানে উপজেলার হোসেনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী। এ ছাড়া সাংগঠনিক পদে নাছিমা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও একই উপজেলার বরিশাল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পলাশবাড়ী মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, ৫ আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে।’ অনতিবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তিনি।জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, ‘সাড়ে ১৫ বছরের লড়াই-সংগ্রামে যাদের কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেননি, তারা কীভাবে পদ পান?’
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উপজেলা মহিলা দলের কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢোকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের দলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে।’