ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার জয়ন্তপুর এলাকায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ বা হতাহত হননি।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১ টার দিকে উপজেলার জয়ন্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী জানান, রাতে আমরা পরিবারের চার সদস্য সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ১টার দিকে বিকট গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিতে বাড়ির জানালার থাই গ্লাস, ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাকা হয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গতরাত সোয়া ১টার দুর্বৃত্তরা রশিদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বের করতে তদন্ত চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

 

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

আপডেট সময় ১২:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার জয়ন্তপুর এলাকায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ বা হতাহত হননি।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১ টার দিকে উপজেলার জয়ন্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী জানান, রাতে আমরা পরিবারের চার সদস্য সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ১টার দিকে বিকট গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিতে বাড়ির জানালার থাই গ্লাস, ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাকা হয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গতরাত সোয়া ১টার দুর্বৃত্তরা রশিদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বের করতে তদন্ত চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।