১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি। মহান বিজয় দিবস, বাঙালির গৌরবের দিন। এদিন সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপযাপন করেন।
সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিজয় দিবস উপযাপনের ছবি শেয়ার করেছেন।অভিনেত্রী শবনম বুবলী বিজয় দিবস উপযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বিজয়ের সাজে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ফটোশুট করেছেন।ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সব বীর শহীদদের প্রতি।’ ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে লাল সবুজের পতাকা হাতে ছেলে শেহজাদের পাশে রয়েছেন বুবলী।কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।