ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফারুকীর ‘৮৪০’দেখে উপদেষ্টা নাহিদ ও আসিফ যা বললেন

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০৬:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৬৩২ Time View

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল বুধবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটি উপভোগ করেছেন দুই তরুণ উপদেষ্টা। ২০০৭ সালে ধারাবাহিক নাটক ‘৪২০’ নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ১৭ বছর পর ‘৮৪০’ নিয়ে এলেন তিনি। ছবিটি ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এর আগে গতকাল সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে।

ছবিটি দেখার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই। আশা করছি, সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের। ফারুকী ভাইয়েরা লড়াইটা করে এসেছে। আশা করি, “৮৪০” সিনেমাটাও “৪২০”-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’

এক প্রশ্নের জবাবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ফিল্ম মেকাররা কাজের মধ্য দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন। এখানে স্যাটায়ার দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি। স্বৈরশাসকে টেকডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে সিনেমাটি রিলিজ হতো না।’

ট্যাগস

ফারুকীর ‘৮৪০’দেখে উপদেষ্টা নাহিদ ও আসিফ যা বললেন

আপডেট সময় ০৬:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল বুধবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটি উপভোগ করেছেন দুই তরুণ উপদেষ্টা। ২০০৭ সালে ধারাবাহিক নাটক ‘৪২০’ নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ১৭ বছর পর ‘৮৪০’ নিয়ে এলেন তিনি। ছবিটি ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এর আগে গতকাল সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে।

ছবিটি দেখার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই। আশা করছি, সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের। ফারুকী ভাইয়েরা লড়াইটা করে এসেছে। আশা করি, “৮৪০” সিনেমাটাও “৪২০”-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’

এক প্রশ্নের জবাবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ফিল্ম মেকাররা কাজের মধ্য দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন। এখানে স্যাটায়ার দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি। স্বৈরশাসকে টেকডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে সিনেমাটি রিলিজ হতো না।’