ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর (বুধবার) ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্য অভিমুখে ব্রাহ্মণবাড়ির আখাউড়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির তিন অঙ্গ সংগঠনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ সিনিয়র নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, ‘বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ভারত মেনে নিতে পারেনি। তাই তারা নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিদের সুরক্ষা দিতে ভারত ব্যর্থ হয়েছে। তাই আমরা আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্য অভিমুখে ব্রাহ্মণবাড়ির আখাউড়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করছি।