ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারত যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে: শামসুজ্জামান দুদু

ভারতের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না। ইতিমধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান।

এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে। তা না হলে যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা উভয় দেশের জন্য ভালো না।সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে ‘দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। এই দেশ (ভারত) বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে কোনও দিনও মানতে চায় না। আমি ওই দেশকে স্পষ্টভাবে বলবো— বাঙালি জাতি কারও কাছে মাথা নত করার জাতি না। কেউ যদি মনে করে চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছে।তিনি বলেন, দেশের এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে।

আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখার কথা উল্লেখ করে দুদু বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ নাজুক। দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নাম না বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা ছিল সেটা অনেকটাই দুর্বল। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারত যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে: শামসুজ্জামান দুদু

আপডেট সময় ০৪:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

ভারতের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় না। ইতিমধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। এই জাতির আগামীর ভবিষ্যৎ তারেক রহমান।

এই কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখে তাহলে মীমাংসা তাড়াতাড়ি হবে। তা না হলে যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা উভয় দেশের জন্য ভালো না।সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে ‘দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। এই দেশ (ভারত) বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে কোনও দিনও মানতে চায় না। আমি ওই দেশকে স্পষ্টভাবে বলবো— বাঙালি জাতি কারও কাছে মাথা নত করার জাতি না। কেউ যদি মনে করে চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছে।তিনি বলেন, দেশের এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে।

আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখার কথা উল্লেখ করে দুদু বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ নাজুক। দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নাম না বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা ছিল সেটা অনেকটাই দুর্বল। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471