ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিকার গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ,নিহত প্রায় ১০০

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৫৯৩ Time View

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই আহত হয়েছেন আরও অনেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। একজন চিকিৎসক জানান, ‘প্রায় ১০০ জন মারা গেছেন’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।

স্থানীয় হাসপাতালটির চিকিৎসকদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা অনুমতি নেই বিধায় অপর এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’ তিনি প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। তবে তাঁরা মারা গেছেন নাকি আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, শতাধিক মানুষ মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

আফ্রিকার গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ,নিহত প্রায় ১০০

আপডেট সময় ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই আহত হয়েছেন আরও অনেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। একজন চিকিৎসক জানান, ‘প্রায় ১০০ জন মারা গেছেন’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।

স্থানীয় হাসপাতালটির চিকিৎসকদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা অনুমতি নেই বিধায় অপর এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’ তিনি প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। তবে তাঁরা মারা গেছেন নাকি আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, শতাধিক মানুষ মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।