ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ৭ রানে করেই অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০১:২৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৫৮৮ Time View

একই ম্যাচে মুদ্রার সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের একটি বাছাইপর্বের ম্যাচে। আগে ব্যাট করতে নেমে নাইজেরিয়া টি-টোয়েন্টির ইতিহাসে অষ্টম সর্বোচ্চ ২৭১ রান সংগ্রহ করে।

বিপরীতে মাত্র ৭ রানেই অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন অলআউটের রেকর্ড ছিল ১০ রানে।এর আগে আইল অব ম্যান গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে গেল আইভরি কোস্ট।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলে নাইজেরিয়ার ব্যাটাররা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৩ চার ও ২ ছক্কায় মাত্র ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ। এ ছাড়া আইজাক ওকপি ২৩ বলে ৬৫ রান এবং ওপেনার সুলাইমান রানসাওয়ি ২৯ বলে ৫০ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি পায় নাইজেরিয়া।বড় লক্ষ্য তাড়ায় একেবারে লেজেগোবরে অবস্থা হয় আইভরি কোস্টের। আসা-যাওয়ার মিছিল করে তারা ৭.৩ ওভারেই খেলার সমাপ্তি টানে।

আউট হওয়া ১০ ব্যাটারের মধ্যে ৬ জনই রানের (শূন্য) খাতা খোলার আগে বিদায় নেন। দলের এক ওপেনার ৪ এবং আরও তিন ব্যাটার ১ রান করে করেন। এমন বিপর্যয়ের পেছনে ব্যাটারদের ব্যর্থতা নাকি বোলারদের অতি দাপট ছিল সেটি জানতে হয়তো তদন্তে নামা লাগতে পারে! নাইজেরিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন আইজাক ডানলাডি ও প্রস্পার উসেনি। এ ছাড়া পিটার আহো ২ এবং সিলভারস্টার ওকপি ১ উইকেট শিকার করেন।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

মাত্র ৭ রানে করেই অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড

আপডেট সময় ০১:২৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

একই ম্যাচে মুদ্রার সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের একটি বাছাইপর্বের ম্যাচে। আগে ব্যাট করতে নেমে নাইজেরিয়া টি-টোয়েন্টির ইতিহাসে অষ্টম সর্বোচ্চ ২৭১ রান সংগ্রহ করে।

বিপরীতে মাত্র ৭ রানেই অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন অলআউটের রেকর্ড ছিল ১০ রানে।এর আগে আইল অব ম্যান গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে গেল আইভরি কোস্ট।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলে নাইজেরিয়ার ব্যাটাররা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৩ চার ও ২ ছক্কায় মাত্র ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ। এ ছাড়া আইজাক ওকপি ২৩ বলে ৬৫ রান এবং ওপেনার সুলাইমান রানসাওয়ি ২৯ বলে ৫০ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি পায় নাইজেরিয়া।বড় লক্ষ্য তাড়ায় একেবারে লেজেগোবরে অবস্থা হয় আইভরি কোস্টের। আসা-যাওয়ার মিছিল করে তারা ৭.৩ ওভারেই খেলার সমাপ্তি টানে।

আউট হওয়া ১০ ব্যাটারের মধ্যে ৬ জনই রানের (শূন্য) খাতা খোলার আগে বিদায় নেন। দলের এক ওপেনার ৪ এবং আরও তিন ব্যাটার ১ রান করে করেন। এমন বিপর্যয়ের পেছনে ব্যাটারদের ব্যর্থতা নাকি বোলারদের অতি দাপট ছিল সেটি জানতে হয়তো তদন্তে নামা লাগতে পারে! নাইজেরিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন আইজাক ডানলাডি ও প্রস্পার উসেনি। এ ছাড়া পিটার আহো ২ এবং সিলভারস্টার ওকপি ১ উইকেট শিকার করেন।