ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী Logo ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল Logo কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে বিপাকে কঙ্গনা Logo নওগাঁয় বন্ধুমিতালীর পরিচালক তনু ও চেয়ারম্যান মামুনকে আটকের দাবীতে সড়ক অবরোধ Logo হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম কারাগারে Logo বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo দর্শকরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেসির ও আর্জেন্টিনার জার্সি পরবে: স্কালোনি Logo ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক: এরদোগান Logo বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্র সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট Logo নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

নওগাঁয় প্রধান উপদেষ্টার ভাই পরিচয়ে এনজিও খুলে প্রতারনা নারী সহ আটক ৪ 

নওগাঁয় প্রতারনার অভিযোগে ৩ নারী সহ ৪ জন কে আটক করেছে পুলিশ । পুলিশ জানায় আটক কৃতরা শহরের মাষ্টার পাড়ায় গনমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামের একটি প্রতিষ্টান খুলে । সংস্থাটি সদস্য ফরম দিয়ে প্রচারনা চালায় জনপ্রতি ১ লাখ থেকে ১ কোটি টাকার ঋন দেওয়া হবে ।

বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত এনে তা ঋন আকারে দেওয়া হবে । এ লক্ষে সাধারণ মানুষের বিভিন্ন তথ্য সংগ্রহ কার্যক্রম চালাতো এসব নারী ও পুরুষ । তারা শহরের বিভিন্ন জায়গায় প্রচারনা চালায় প্রধান উপদেষ্টার ভাই সংস্থাটি পরিচালনা করছে। এ কারনে কোন প্রকার মর্গেজ ছাড়ায় শুধু মাত্র মোবাইলফোন নং রেখে এ ঋন প্রদান করবে সংস্থাটি । প্রতারনার এমন তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা সংস্থা এনএস আই সোমবার দুপুরে শহরের মাষ্টার পাড়া এলাকায় অভিযান চালায় । এ সময় তাদের আটক করে নওগাঁ সদর এন ও কার্যালয়ে নিয়ে আসে । উপজেলা নির্বাহী অফিসার রবীন শীষ তাদের জিজ্ঞাসাবাদ করে উপজেলা সমবায় অফিসে প্রেরন করেন ।

সেখানে তারা সটিক কোন কাগজ দেখাতে ব্যার্থ হলে তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা করে উপজেলা সমবায় কর্মকর্তা মো: জয়নাল আবেদিন । আটক কৃতরা হলো নওগাঁ শহরের চক এনায়েত এলাকার মোছা: লতা বানু, মো: রোমেল, কেয়া আখতার, ও আদরী বানু । প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানায় শহরের বাঙ্গা বাড়িয়া এলাকার শাহিন নামের এক ব্যাক্তি এসব ফরম দিয়ে সদস্য সংগ্রহ করার দায়িত্ব দেয় । পুলিশ প্রতারক শাহিন কে আটক করার চেষ্টা চালাচ্ছে বলে জানায় ।উপজেলা সমবায় কর্মকর্তা জানায় তাদের কাছে যে সব কাগজ পাওয়া গেছে এতে প্রমানিত হয়েছে এটি একটি প্রতারক চক্র যারা সাধারন মানুষ কে ফাঁদে ফেলে অর্থ সহ বিভিন্ন ভাবে হয়রানী ছক এঁকেছে ।

 

ট্যাগস

ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় প্রধান উপদেষ্টার ভাই পরিচয়ে এনজিও খুলে প্রতারনা নারী সহ আটক ৪ 

আপডেট সময় ০৫:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

নওগাঁয় প্রতারনার অভিযোগে ৩ নারী সহ ৪ জন কে আটক করেছে পুলিশ । পুলিশ জানায় আটক কৃতরা শহরের মাষ্টার পাড়ায় গনমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামের একটি প্রতিষ্টান খুলে । সংস্থাটি সদস্য ফরম দিয়ে প্রচারনা চালায় জনপ্রতি ১ লাখ থেকে ১ কোটি টাকার ঋন দেওয়া হবে ।

বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত এনে তা ঋন আকারে দেওয়া হবে । এ লক্ষে সাধারণ মানুষের বিভিন্ন তথ্য সংগ্রহ কার্যক্রম চালাতো এসব নারী ও পুরুষ । তারা শহরের বিভিন্ন জায়গায় প্রচারনা চালায় প্রধান উপদেষ্টার ভাই সংস্থাটি পরিচালনা করছে। এ কারনে কোন প্রকার মর্গেজ ছাড়ায় শুধু মাত্র মোবাইলফোন নং রেখে এ ঋন প্রদান করবে সংস্থাটি । প্রতারনার এমন তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা সংস্থা এনএস আই সোমবার দুপুরে শহরের মাষ্টার পাড়া এলাকায় অভিযান চালায় । এ সময় তাদের আটক করে নওগাঁ সদর এন ও কার্যালয়ে নিয়ে আসে । উপজেলা নির্বাহী অফিসার রবীন শীষ তাদের জিজ্ঞাসাবাদ করে উপজেলা সমবায় অফিসে প্রেরন করেন ।

সেখানে তারা সটিক কোন কাগজ দেখাতে ব্যার্থ হলে তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা করে উপজেলা সমবায় কর্মকর্তা মো: জয়নাল আবেদিন । আটক কৃতরা হলো নওগাঁ শহরের চক এনায়েত এলাকার মোছা: লতা বানু, মো: রোমেল, কেয়া আখতার, ও আদরী বানু । প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানায় শহরের বাঙ্গা বাড়িয়া এলাকার শাহিন নামের এক ব্যাক্তি এসব ফরম দিয়ে সদস্য সংগ্রহ করার দায়িত্ব দেয় । পুলিশ প্রতারক শাহিন কে আটক করার চেষ্টা চালাচ্ছে বলে জানায় ।উপজেলা সমবায় কর্মকর্তা জানায় তাদের কাছে যে সব কাগজ পাওয়া গেছে এতে প্রমানিত হয়েছে এটি একটি প্রতারক চক্র যারা সাধারন মানুষ কে ফাঁদে ফেলে অর্থ সহ বিভিন্ন ভাবে হয়রানী ছক এঁকেছে ।