ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা কোথায়? জানালেন ভারতীয় কর্মকর্তারা

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। এছাড়া ভারতীয় কোনো সংবাদমাধ্যমও তার সঙ্গে যোগাযোগ করেছে বলে শোনা যায়নি। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনাকে নিয়ে মাঝে মধ্যে কিছু তথ্য দিয়েছেন।এ অবস্থার মধ্যে শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন করে আবার প্রশ্ন উঠেছে। অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নন।

মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এমন মন্তব্য করেন।   তবে শেখ হাসিনা কোথায় তা নিশ্চিত করেছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার দিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ শেখ হাসিনার অবস্থান জানতে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন, তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি। কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।

এছাড়া শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বলেছে, ‘যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহুর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই!’ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন, এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা।

সূত্র: বিবিসি

ট্যাগস

সর্বাধিক পঠিত

শেখ হাসিনা কোথায়? জানালেন ভারতীয় কর্মকর্তারা

আপডেট সময় ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি। এছাড়া ভারতীয় কোনো সংবাদমাধ্যমও তার সঙ্গে যোগাযোগ করেছে বলে শোনা যায়নি। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনাকে নিয়ে মাঝে মধ্যে কিছু তথ্য দিয়েছেন।এ অবস্থার মধ্যে শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন করে আবার প্রশ্ন উঠেছে। অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নন।

মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এমন মন্তব্য করেন।   তবে শেখ হাসিনা কোথায় তা নিশ্চিত করেছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার দিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ শেখ হাসিনার অবস্থান জানতে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন, তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি। কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।

এছাড়া শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বলেছে, ‘যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহুর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই!’ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন, এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা।

সূত্র: বিবিসি


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471