ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

লিটনের সেঞ্চুরি, লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি। তার ব্যাটেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে গতকাল কোনো উইকেট না হারিয়ে ১০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসে ভর করে পাকিস্তানের বিপক্ষে প্রথম ঐতিহাসিক জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথম টেস্টে জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ৫৮, ৫৭ ও ৫৪ রান করে করেন সায়েম আইয়ুব, শান মাসুদ ও আগা সালমান। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তারা দুইজনে মিলে করেন ১৬৫ রানের জুটি। তাদের এই জুটিতেই দুইশোর কাছাকাছি চলে যায়।দলীয় ১৯১ রানে আউট হন মেহিদ হাসান মিরাজ। তার আগে ১২৪ বলে ১২টি চার আর এক ছক্কায় করেন ৭৮ রান। মিরাজ আউট হওয়ার পর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন তাসকিন আহমেদ।এরপর পেস বোলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি সেঞ্চুর পূর্ণ করেন লিটন কুমার দাস। তিনি ১৭১ বলে ১২টি চার আর এক ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

টেস্ট ক্রিকেটে লিটনের এটা  চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১৪ রান করেন লিটন দাস। ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্সে করেন ১০২ রান। ২০২২ সালের মে মাসে শ্রীলংকার বিপক্ষে মিরপুরে করেন ১৪১ রান। আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে লিটন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকান। তবে টেস্ট ওয়ানডে মিলে লিটনের এটা নবম সেঞ্চুরি। ওয়ানডেতে তিনি ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

 

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

লিটনের সেঞ্চুরি, লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি। তার ব্যাটেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে গতকাল কোনো উইকেট না হারিয়ে ১০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসে ভর করে পাকিস্তানের বিপক্ষে প্রথম ঐতিহাসিক জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথম টেস্টে জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ৫৮, ৫৭ ও ৫৪ রান করে করেন সায়েম আইয়ুব, শান মাসুদ ও আগা সালমান। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তারা দুইজনে মিলে করেন ১৬৫ রানের জুটি। তাদের এই জুটিতেই দুইশোর কাছাকাছি চলে যায়।দলীয় ১৯১ রানে আউট হন মেহিদ হাসান মিরাজ। তার আগে ১২৪ বলে ১২টি চার আর এক ছক্কায় করেন ৭৮ রান। মিরাজ আউট হওয়ার পর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন তাসকিন আহমেদ।এরপর পেস বোলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি সেঞ্চুর পূর্ণ করেন লিটন কুমার দাস। তিনি ১৭১ বলে ১২টি চার আর এক ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

টেস্ট ক্রিকেটে লিটনের এটা  চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১৪ রান করেন লিটন দাস। ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্সে করেন ১০২ রান। ২০২২ সালের মে মাসে শ্রীলংকার বিপক্ষে মিরপুরে করেন ১৪১ রান। আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে লিটন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকান। তবে টেস্ট ওয়ানডে মিলে লিটনের এটা নবম সেঞ্চুরি। ওয়ানডেতে তিনি ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।