পৌষের শীত ও উত্তরের হিমেল বাতাসে কাঁপছে দেশের সীমাস্তবর্তী জেলা নওগাঁ । পৌষের শুরু থেকেই উত্তরের হিমেল হাওয়া আর হালকা কুয়াশায় জেলার তাপ মাত্রা নিন্মমুখী । আজ রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বদলগাছী আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মিরাজুল ইসলাম জানান, গতদিনের তুলনায় রোববার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী । গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকালে তা তিন ডিগ্রি নিচে নেমে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বদলগাছী আবহাওয়া অফিস জানায়, ঠান্ডা হিমেল বাতাস থাকায় কুয়াশা কিছুটা কম। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা দিয়েছে। আগামীতে জেলায় তাপমাত্রা আরো নিম্নমুখী থাকতে পারে।