টানা ৫ ম্যাচ জিতে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে হারায় জুনিয়র টাইগাররা। আর ফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি সংযুক্ত আরব আমিরাত।
সফল টুর্নামেন্ট শেষে গতকাল দেশে ফেরে যুব ক্রিকেটাররা। বিকাল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের বহনকারী বিমান অবতরন করে। এরপর পুরো দল চলে আসে হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে অধিনায়ক মাহফুজুর রাব্বি বলেন এই শিরোপা জয় আসন্ন বিশ্বকাপে তাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।
বিসিবি একাডেমি ভবনের সামনে আগে থেকেই মঞ্চ প্রস্তুত করা ছিল। প্রথমবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশিয়া কাপ জয়ী দলকে বরণ করে নিতে কোনো কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে এশিয়া কাপ জয়ী যুব দলের ক্রিকেটাররা পৌঁছানোর পর প্রত্যেকের গলায় ছিল ফুলের মালা। মঞ্চে কোচিং স্টাফ আর খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাড়ান।
ট্রফি নিয়ে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি সেই উদযাপনটা আবার করেন যেটা দুবাইয়েও করেছিলেন। ঠিক যেমন গত বছর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে করেছিলেন লিওনেল মেসি। এরপর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাব্বি।
রাব্বি বলেন, এখন আসন্ন বিশ্বকাপের জন্য বাড়তি দায়িত্বের তাগিদ অনুভব করছেন তারা। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশের প্রথম এশিয়া কাপ জয়ের অধিনায়ক বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনূর্ধ্ব-১৯ এ প্রথমবার শিরোপা জিততে পেরেছি, এটা অনেক বড় একটা প্রাপ্তি। সামনে বিশ্বকাপ রয়েছে, এটার জন্য আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। এশিয়া কাপে আমরা বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি নিয়েছি।’
এ সময় বিদেশী কোচদের নিয়োগ দেওয়ার জন্য বিসিবির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন রাব্বি। তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং, আমরা চেষ্টা করি ভালো খেলার। আর আমাদের গেম ডেভলপমেন্ট (বিসিবি) খুব ভালো সুযোগ-সুবিধা দিচ্ছে। বিদেশী কোচ নিয়োগ করা হয়েছে আমাদের জন্য। স্টুয়ার্ট ল স্যার আমাদের হেড কোচ, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর স্যার আছেন। তাদের থেকে ভালো টিপস পাচ্ছি… কঠিন সময়গুলোতে কিভাবে কিভাবে কামব্যাক করবো, মেন্টালি স্ট্রং থাকবো এগুলো তাদের কাছ থেকে ভালোভাবে শিখতে পারছি।’
টুর্নামেন্টের কিছুদিন আগে অধিনায়কত্ব দেওয়া হয় রাব্বিকে। তবে একজন খেলোয়াড় হিসেবে ৬ মাস আগে থেকেই এশিয়া কাপ জয়ের পরিকল্পনা মাথায় ছিল বলে জানান রাব্বি। তিনি বলেন, ‘আমি সর্বপ্রথম টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই। খেলোয়াড়রা খুব ভালো খেলেছে। তারা সাপোর্ট না দিলে এই সাফল্য আসতো না। পরিকল্পনা ছিল যে দেশের জন্য কিছু করবো। আরও ৬ মাসে আগে থেকে ঠিক করা এটা একজন খেলোয়াড় হিসেবে… এশিয়া কাপ কখনও বাংলাদেশি আসেনি, এটা যদি আনতে পারি তাহলে অনেক বড় প্রাপ্তি হবে।’
রোববার দুবাইয়ে ট্রফি নিয়ে ২০২২ বিশ্বকাপে মেসি বিশ্বকাপ জয়ের মতো করে উদযাপন করেন রাব্বি। গতকাল হোম অফ ক্রিকেটেও সেটা করে দেখান তিনি। নিজে ব্রাজিল সাপোর্টার হয়েও এমন উদযাপন নিয়ে রাব্বি বলেন, ‘না কাউকে ফলো করি না। আর আমি ব্রাজিলের সাপোর্ট করি… (হাসি)। মেসির মতো করে সেলিব্রেশন কারণ এই যে, এটা আমার দল খুব উপভোগ করে। এই জিনিসটা করলে সবাই খুব চাঙ্গা থাকে, এজন্যই। মেসির মতো ট্রফি নিয়ে ঘুমিয়েছনে কিনা প্রশ্নের উত্তরে এই ট্রফিটা আমার কাছেই ছিল, আমার কাছে আছে।’
এদিকে এমন সাফল্যে যুব ক্রিকেটারদের রাতের খাবারের (ডিনার) জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ রাতে পাপনের ডিনার আমন্ত্রণে যোগ দিবেন তারা। এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে কোনো দলই পাত্তা পায়নি। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারানোর পর সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেয় শিবলি-আরিফুলরা। আর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এশিয়া কাপ জয়ের ইতিহাস গড়ে মাহফুজুর রহমান রাব্বিরা।