বিশ্বকাপ শেষে এবার লাল বলের ক্রিকেটে মনোযোগ দিতে হচ্ছে বাংলাদেশকে। শেষ হয়ে গেলেও এখনো আলোচনায় আছে বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা। বিশ্বকাপে ভালো করতে না পারার পেছনে বোর্ড থেকে শুরু করে সবার দায় দেখছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।
সবাইকে সম্মান করতে হবে। যারা জড়িত আছে তাদের সম্মান দেওয়া উচিত। যারা অনেকদিন ধরে খেলছে, তাদের ওই সম্মানটা দেওয়া উচিত। যারা নতুন খেলোয়াড় আসছে, ওদের বোঝাতে হবে ওরা অনেক গুরুত্বপূর্ণ।
আমার একটাই কথা, সম্মান করাটা গুরুত্বপূর্ণ। ছোট-বড় না। যে জায়গায় আছে সবাইকে সবার সম্মান দিয়ে কথা বলা উচিত। যদি কোনো সমস্যা হয় তাহলে বোর্ডে এসে কথা বলে সমাধান করা উচিত।
‘
বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা, এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে সাকিব আল হাসানের বিষদগার-এসবই বিশ্বকাপের আগে উত্তাপ ছড়িয়েছে দেশের ক্রিকেটে। যেটার প্রভাব বাংলাদেশ দলের পারফরম্যান্সে পড়া অস্বাভাবিক নয়। আকরাম মনে করেন, ‘আমরা সত্যি কথা বলতে অনেকে কথায় জিততে চাই। এজন্য দেশের পারফরম্যান্স ওরকম ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা।
এ জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল।’
মাঠের বাইরের অতিরিক্ত আলোচনাই ডুবিয়েছে বলে মনে করেন আকরাম, ‘বিশ্বকাপ অনেক আশা ছিল আমাদের। একটা দেশে যদি খেলার আগে এত কথাবার্তা হয় অন্য বিষয় নিয়ে, ওই দল তো কোনোদিন ভালো করতে পারবে না।
এটা আমি এশিয়া কাপেও বলেছিলাম, বিশ্বকাপের আগে এটা একটা ভালো টুর্নামেন্ট যারা অংশ নেবে তাদের জন্য। কিন্তু ওখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে পুরো দলকে দাঁড় করাতে পারিনি। শেষ পর্যন্ত একটা দলই আমরা দাঁড় করাতে পারিনি। এত পরীক্ষা-নিরীক্ষা করলে আমার মনে হয় না কোনো দেশ ভালো করবে।’