বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্পের মধ্যে পোশাক শিল্প প্রথম । তৈরী পোশাক রপ্তানিকে কেন্দ্র করে এদেশের অর্থনীতি চাকা সচল রাখেতে সক্ষম হয় । আর এ পােশাক শিল্পর প্রধন ভূমিকা রাখে গার্মেন্টস শ্রমিকরা ।
এ শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির জন্য বারবার আন্দোল করছে । আবার অনেক শ্রমিরা আন্দোলন করতে নিহত হয়েছেন ।বাংলাদেশে এ পোশাক শ্রমিকদে ন্যূনতম মজুরি নিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিসংতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেন। মিলার আরও বলেন, শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়েও তাঁরা নিন্দা জানাচ্ছেন।