১৯৮৮ সালে উইলস এশিয়া কাপ চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে সর্ব প্রথম আর্ন্তজাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল টায়গাররা সেটা ছিল ঘরের মাঠে । তার পর থেকে এ পর্যন্ত ভারতের বিপক্ষে ৪০ টি ম্যাচ খেলেছে টােইগাররা। আটটিতে জয়, ৩১ টিতে হার এবং একটিতে পরিত্যক্ত হয়েছেল । কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে গত ২৫ বছর ভারতের মাটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে কোন ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পায়নি টায়গাররা।
ভারতের বিপক্ষে তাদের মাটিতে এই ৪০ ম্যাচের মাত্র তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিল টাইগাররা। প্রথমবার ১৯৯০ সালে চন্ডিগড়ে, এশিয়া কাপে। এরপর সর্বশেষ ১৯৯৮ সালে ত্রিদেশীয় সিরিজে দুবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। একটি মোহালিতে, অন্যটি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সিরিজে অন্য দলটি ছিল কেনিয়া।
১৯৯০ সালের ২৫ ডিসেম্বর এশিয়া কাপে চন্ডিগড়ে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা। প্রথমে ব্যাট করে ফারুক আহমেদের ৫৭ এবং আতহার আলী খানের ৪৪ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল বাংলাদেশ। জবাবে নাভজত সিধুর ১০৪ রানের ওপর ভর করে ভারত ১ উইকেট হারিয়ে ৩৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।
১৯৯৮ সালে বাংলাদেশ-কেনিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে ভারত। সেবার মোহালিতে বাংলাদেশ প্রথম মুখোমুখি হয়েছিল স্বাগতিকদের। আমিনুল ইসলাম বুলবুলের ৭০ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ১৮৪ রানের সংগ্রহ। জবাব দিতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে ৪৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পরের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১১৫ রানে। জবাবে ২৯.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয়রা।
এরপর ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ বেশ কয়েকবারই খেলেছে। টি-টোয়েন্টি কিংবা টেস্ট ম্যাচে। কিন্তু ওয়ানডেতে আর খেলা হয়নি। ঢাকা, চট্টগ্রাম, কলম্বো, ডাম্বুলা, করাচি, পোর্ট অব স্পেন, মেলবোর্ন, দুবাই, বার্মিংহ্যাম- সব বিখ্যাত ভেন্যুতে ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা; কিন্তু এ সময়ের মধ্যে ভারতের কোনো ভেন্যুতে নয়। অবশেষে ২৫ বছর বিরতি দিয়ে ওয়ানডেতে আবারও ‘স্বাগতিক’ ভারতের বিপক্ষে মাঠে নামছে আজ বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে কি বাংলাদেশ পারবে ‘ভারতের মাটিতে’ জিততে না পারার আক্ষেপ ঘোচাতে?