বিএনপি প্রচার সম্পদক শহীদ উদ্দিন চৌধরী তার নিজ বাসা থেকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করা হয়েছে । বিষয়টি বিভিন্ন দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠিয়েছে বিএনপি। গতকাল রবিবার এসব সংগঠনের কাছে পাঠানো এক প্রতিবেদনে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনবহির্ভূত কর্মকাণ্ড তুলে ধরা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত রবিবার শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার ও তাঁর ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব।
এমন একজন পরিচিত ব্যক্তিকে গত ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকে জোর করে ধানমণ্ডি থানায় নিয়ে যায় তারা।
গ্রেপ্তারের সময় তাঁকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি পুলিশ। এমনকি গভীর রাতে তাঁর বাসায় প্রবেশের কোনো আইনি কাগজপত্র প্রদর্শন করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপরন্তু তাকে মারাত্মকভাবে শরীরে নির্যাতন করা হয়েছে, এ কারণে তাঁর মুখে ক্ষতচিহ্ন রয়ে গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পরদিন সকালে তাঁকে নিম্ন আদালতে নেওয়া হয়, বিচারকের সামনে এ্যানি এই নির্যাতনের কাহিনি তুলে ধরে কেঁদে ফেলেন। এই প্রতিবেদনের সঙ্গে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার এ সম্পর্কিত রিপোর্ট সংযোজিত করা হয়।